১৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ১লা পৌষ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭

পারমাণবিক বিদু্যৎ কেন্দ্র দখল, দুশ্চিন্তা বিশ্বের

শেয়ার করুন:

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইছামতিনিউজ২৪.কম রিপোর্টঃ ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলা নিয়ে নড়েচড়ে বসেছে বিশ্বনেতারা। এর মধ্যেই ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখলে নিয়েছে রাশিয়ান সৈন্যরা। এই অঞ্চলে বসবাসরত একজন নাচের শিক্ষকও জানান জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল নিয়েছে রাশিয়া। 

ওই শিক্ষক বিবিসি রেডিও ফোর’কে বলেন, তিনি দেখেছেন রাশিয়ান সামরিক বাহিনী রাতজুড়ে ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গুলি ও বোমা বর্ষণ করেছে। 

তিনি বলেন, ‘আমি জানি সেখানের এক ভবনে আগুন লেগেছে কিন্তু সৌভাগ্যবশত সেটি প্রকৃত পারমাণবিক স্টেশন ছিল না। এটি ছিল লোকদের বসবাসের ভবন। অবশ্যই এটি এখনও খারাপ খবর তবে অন্তত এটি প্রকৃত চুল্লি নয়।’ 

এই শিক্ষক বলেন, ‘এটি শুধু ওই অঞ্চলের জন্য নয়, ইউক্রেন ও পুরো বিশ্বের জন্য দুশ্চিন্তার।’ বিবিসি।