যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য পাঠাবে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। গতকাল রোববার এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইউক্রেনের আত্মরক্ষার জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি হয়ে উঠেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “তিনি মুখে ভালো ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় সবাইকে বোমা মারেন।” তবে কতটি ক্ষেপণাস্ত্র পাঠানো হবে, সে বিষয়ে ট্রাম্প কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। তিনি শুধু জানান, এই ক্ষেপণাস্ত্রের খরচ ইউরোপীয় ইউনিয়ন বহন করবে।
ট্রাম্প আরও বলেন, “আমরা ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেব, যেটা তাদের খুবই প্রয়োজন।” তিনি জানান, পুতিনের দ্বিমুখী আচরণ তাঁকে বিরক্ত করছে এবং যুদ্ধবিরতির বিষয়ে রুশ প্রেসিডেন্টের কোনো ইতিবাচক প্রতিক্রিয়া না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এদিকে রাশিয়ার প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও প্রতিরক্ষা সরঞ্জামের দাবি জানিয়েছেন পশ্চিমা দেশগুলোর কাছে।
জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউক্রেনের জন্য উন্নত সামরিক সরঞ্জাম পাঠানো হবে, তবে এর সম্পূর্ণ অর্থ ইউরোপীয় ইউনিয়ন পরিশোধ করবে। চলতি সপ্তাহে ন্যাটোর নতুন মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের, যেখানে ইউক্রেন-রাশিয়া সংকট ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।







