১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

পুলিশকে সহযোগিতা করুন, সবাই মিলে ভাল থাকি -এএসপি বেড়া সার্কেল

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর-মিয়াপুর বাজারে বিট পুলিশিং সভা ও সাঁথিয়া থানার নবাগত ওসির পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়া থানার আয়োজনে রবিবার (১৪জানুয়ারী) বিকালে রসুলপুর গরু হাটের পাশে ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ, এস, পি সার্কেল (বেড়া) শেখ জিল্লুর রহমান বলেন, পুলিশকে সহযোগিতা করুন, সবাই মিলে ভাল থাকি। সমাজকে সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ, চুরি- ছিনতাইয়ের হাত থেকে রক্ষা করি। এলাকায় বিভিন্ন বিষয়ের আইন শৃংখলার উন্নতি করি। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাঁথিয়া থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আসিক মোঃ সিদ্দিকুল ইসলাম, ওসি তদন্ত আমিনুল ইসলাম। এ সময় বক্তারা আরো বলেন, এলাকায় বিট পুলিশিং কার্যাবলী, পাহাড়াদারের দায়িত্ব কর্তব্য, বাজারে চুরি প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, বাল্যবিবাহ, এলাকায় বিভিন্ন বিষয়ের আইন শৃংখলার উন্নতি ও নিরাপত্তা নিয়ে বিশাদ আলোচনা করেন। সভায় আরো উপস্থিত ছিলেন থানার এসআই আঃ রব, এএসআই মতিউর রহমান, ক্ষেতুপাড়া ইউপি সদস্য আজগর আলী, সদস্য মোতাহার হোসেন মুতাই. বাজার কমিটির সভাপতি শামীম হোসেন, সাধারন সম্পাদক মুনছুর আলীসহ বাজারের দোকান মালিক কমিটির সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।##