পাবনা শহরের প্রেসক্লাব মোড়ে বৃহস্পতিবার রাতে ‘তারুন্যের অগ্রযাত্রা’ নামের একটি সামাজিক ও মানবিক সংগঠনের উদ্যোগে ‘মানবতার ঝুড়ি’ স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যৌথভাবে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, মাছরাঙা টেলিভিশনের উত্তরবঙ্গের ব্যুরো চীফ উৎপল মির্জা, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা। তারুণ্যের অগ্রযাত্রা’র উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স, দৈনিক পাবনার চেতনার প্রধান প্রতিবেদক এসএম আদনান উদ্দিন, রোটারিয়ান আঃ মান্নান ভূঁইয়া, মো: মেহেদী হাসান ম্যাকসিম, আসাদ খান, কাওসার সরদার, সাঈদ হোসেন শুভ, দেলোয়ার হোসেন শুভ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সুধীজনরা বলেন,‘মানবতার দেয়ালের মত মানবতার ঝুড়ি নিশ্চয় অসহায় মানুষের উত্তম সেবা দানে সহায়তা করবে।
পরে পাবনা শহরের লাইব্রেরী বাজার, সদর হাসপতাল মোড়, অনন্ত বাজার, বাস টার্মিনাল, আব্দুল হামিদ রোডসহ শহরের অবস্থিত বিভিন্ন স্থানে ফলের দোকানের সামনে মানবতার ঝুড়ি স্থাপন করেন তারুণ্যের অগ্রযাত্রার কর্মীরা।
তারুণ্যের অগ্রযাত্রা’র উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স জানান, সামাজিক সচেতনতা ও অনুপ্রেরণামূলক মানবিক সেবচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা, বাংলাদেশ। প্রখর রৌদ্রে ঘামে ভিজে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, দিনে-রাতে পায়ে হেঁটে, ভ্যানে চড়ে, বাইক ও গাড়িতে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করে যাচ্ছে। তিনি আরো জানান, তারুণ্যের অগ্রযাত্রা সমাজ পরিবর্তনের একটি প্লাটফর্ম। তারুণ্যের অগ্রযাত্রার সামাজিক কর্মকান্ড যুব সমাজসহ সকল শ্রেণী পেশার মানুষকে অনুপ্রানিত করছে।








