১১ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭

পোপ লিও পুতিনের সাথে ফোনালাপের পর এবার জেলেনস্কির সঙ্গে বৈঠক

শেয়ার করুন:

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত নিরসনে ভ্যাটিকান শান্তি আলোচনা আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। খ্রিস্টান ধর্মগুরু পোপ চতুর্দশ লিও বুধবার (৯ জুলাই) ইতালি সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন।

ভ্যাটিকানের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দুই মাসের ব্যবধানে এটি ছিল পোপ লিও ও প্রেসিডেন্ট জেলেনস্কির দ্বিতীয় সাক্ষাৎ। আলোচনায় তাঁরা ‘ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির জরুরি প্রয়োজনীয়তা’ নিয়ে কথা বলেন।

বৈঠকটি হয় ইতালির একটি ছোট পাহাড়ি শহর ক্যাস্টেল গ্যান্ডোলফোতে, যেখানে পোপ বর্তমানে দুই সপ্তাহের ছুটিতে রয়েছেন। রোম থেকে খুব দূরে নয় এই শহরটিতেই শান্তিপূর্ণ পরিবেশে এই উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

যদিও বৈঠকটি কতক্ষণ স্থায়ী হয়েছিল তা ভ্যাটিকান জানায়নি, তবে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, পোপ লিও জেলেনস্কিকে ইংরেজিতে জিজ্ঞেস করছেন, “কি হচ্ছে… সবকিছু ঠিক তো?”

বিশ্বব্যাপী শান্তির পক্ষে জোরালো অবস্থান নেওয়া পোপ লিও এর আগে গত ১৮ মে-তেও ভ্যাটিকানে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন। তখনও তিনি একইভাবে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

এছাড়া গত ৪ জুন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন। ভ্যাটিকান জানিয়েছে, ওই আলাপে পোপ লিও ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে ‘দৃঢ় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান পুতিনকে।

পোপের এই সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্ব পাচ্ছে। ভ্যাটিকান চায়, ন্যায্যতার ভিত্তিতে উভয় পক্ষ আলোচনায় বসুক এবং দীর্ঘমেয়াদী শান্তির পথ প্রশস্ত হোক।