৮ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৩শে কার্তিক, ১৪৩২🔻 ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

পৌনে ৮ কোটি টাকা আত্মসাৎ, পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের মামলা

শেয়ার করুন:

পাবনায় জনতা ব্যাংক পিএলসির বনগ্রাম বাজার শাখা থেকে গ্রাহকের ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা আত্মসাতের অভিযোগে শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৫ নভেম্বর) দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মমিন উদ্দিন মামলাটি দায়ের করেন।

ওই শাখা ব্যবস্থাপকের নাম হেমায়েত করিম।

অভিযোগ সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে জনতা ব্যাংক পাবনার বনগ্রাম বাজার শাখা ব্যবস্থাপক হেমায়েত করিম গত ২০২২ সালের ১৩ জুলাই থেকে চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত জনতা ব্যাংক পিএলসির বনগ্রাম বাজার শাখা, পাবনায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকাকালে গ্রাহকের স্বাক্ষর জাল, গ্রাহকের অজান্তে নতুন চেকবই নিজেই ইস্যু করে, নগদ এবং বদলি ভাউচার সৃজনপূর্বক ব্যবহার করে ব্যাংকিং সফটওয়্যারে লেনদেন সম্পাদন করেন এবং মঞ্জুরিকৃত ঋণের টাকা গ্রাহককে না দিয়ে নিজে গ্রহণ করে জনতা ব্যাংক পিএলসি বনগ্রাম বাজার শাখা, পাবনা থেকে ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা আত্মসাৎ করে।