১২ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২০শে জমাদিউস সানি, ১৪৪৭

প্রতিবন্ধীর ভাতা ফেরত দিলেন সাঁথিয়ার ইউপি সদস্য

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)সংবাদদাতা ঃ পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ইউপি সদস্যর বিরুদ্ধে প্রতিবন্ধির ভাতার টাকা আত্মসাতের অভিযোগ করেছিল ভাতা বঞ্চিত সুরুজ আলীর স্ত্রী হেলেনা খাতুন। এছাড়াও  তার বিরুদ্ধে রকম রকম অভিযোগে বেতন ভাতা স্থগিত ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অব্যাহতিও প্রদান করা হয়। অবশেষে ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুর রহমান শহিদের বিরুদ্ধে উঠা প্রতিবন্ধীর ভাতা আত্মসাতের টাকা ফেরত দিতে বাধ্য হলেন তিনি। সমাজ সেবা অফিসের কাশিনাথপুরের মাঠ সহকারী হাবিবুর রহমান জানান, শহিদ মেম্বার সম্প্রতি আত্মসাত করা প্রতিবন্ধী ভাতার ৪৫ হাজার টাকা রশিদের মাধ্যমে জমা দিয়েছে। আমরা তা রাস্ট্রীয় কোষাগারে দিয়ে দিয়েছি।

এর আগে প্রতিবন্ধির ভাতা তুলে আত্মসাতের অভিযোগ করেন প্রতিবন্ধি সুরুজ আলীর স্ত্রী হেলেনা খাতুন। অভিযোগে বলা হয় তার স্বামী ৫ বছর যাবত মারা গেছে। মারা যাবার পূর্ব থেকেই প্রতিবন্ধি কার্ড করে গোপনে তিনি(ইউপি সদস্য) টাকা উত্তোলন করে আসছে। ইউপি সদস্য শহিদুল রহমান এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা প্রতিবন্ধি ভাতা উত্তোলন করে আত্মসাত করেছে।
উপজেলা সমাজ সেবা অফিসার আয়ুব আলী সাথে ফোনে ও অফিসে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।