৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

প্রধান মন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে, সাঁথিয়ায় আজ চুড়ান্ত নৌকা বাইচ প্রতিযোগিতা

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)সংবাদদাতা:-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলা সদরের বোয়ালমারী বাজার সংলগ্ন ঐতিহাসিক ইছামতি নদীতে আজ সোমবার(২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় ঐতিহ্যবাহী নৌকা বাইচের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চুড়ান্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড: শামসুল হক টুকু এমপি। এ নৌকা বাইচ প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম,বিপিএম পিপিএম,বেড়া পৌর মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন,সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ, সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস,পাবনা জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অজয় কুমার দাস, সাঁথিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শীলা, ব্যবসায়ী ওবায়দুল হক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ: হাকিম প্রমূখ। চুড়ান্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় সভাপতিত্ব করবেন সাঁথিয়া পৌর সভার মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক।