বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা: আমিরুল ইসলাম সানু জানান,আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে দারিদ্র পরিবারকে প্রথমে পুষ্টির চাহিদা পূরণে দুধ ও ডিম সরবরাহ করেছি। আমাদের সেবা মূলক এ ফাউন্ডেশনের মাধ্যমে সাঁথিয়া-বেড়ার করোনায় আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের প্রয়োজনে ১ শত পিচ সিলেন্ডের সরবরাহ হরা হবে। তিনি আরও জানান, আমাদের হট লাইনে(০১৩১৫-৫৩৭৫৭৬) ফোন আসলেই অক্সিজেন পৌঁছে যাচ্ছে রোগীর বাড়িতে। রোগীর তুলনায় সিলেন্ডার কম হওয়ায় আমরা সাঁথিয়া হাসপাতালে ইতো মধ্যে অক্সিজেন সেবা শুরু করেছি।
সাঁথিয়া হাসপাতালের আবসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে অক্সিজেন সিলেন্ডারের সংকট রয়েছে। রোগী বৃদ্ধি পেলে ফোন করলে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা তা পৌঁছে দেয়। তাছাড়াও রোগীর স্বজনরা চাইলে আমার মাধ্যমে রোগীর অবস্থা যাচাই করে তারা নিজেরাই অক্সিজেন লাগিয়ে দিয়ে আসে।








