১৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ১লা পৌষ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭

বাংলাদেশ দুই মাসে দশটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

শেয়ার করুন:

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরের বাইরে, জুন মাসে ঘরের মাঠে আরও একটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে, সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলার বিষয়টি বিবেচনা করছে বিসিবি। এর মাধ্যমে, মে ও জুন মাসে বাংলাদেশ দল মোট ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন জানিয়েছেন, ‘‘আমিরাতের বিপক্ষে সিরিজটি এফটিপিতে ছিল না এবং আমাদের মূল পরিকল্পনায়ও ছিল না। তবে এখন দুইটি ম্যাচ আয়োজনের বিষয়ে আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা চলছে। পাকিস্তান সফরের আগে সেগুলো খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।’’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এ বছর এই ফরম্যাটে দলকে প্রস্তুত করার বিষয়ে জোর দিচ্ছে বিসিবি। পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলানোর পরিকল্পনা ছিল, তবে দুই বোর্ডের আলোচনা শেষে তা পরিবর্তন হয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত হয়েছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ফাহিম।

এছাড়া, জুন মাসে এফটিপির বাইরে আরও একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা চলছে, যেখানে পাকিস্তানও প্রতিপক্ষ হতে পারে। যদিও এখনো নির্দিষ্ট সূচি চূড়ান্ত হয়নি, তবে সবকিছু ঠিকঠাক থাকলে মে ও জুন মাসে বাংলাদেশ দল খেলবে মোট ১০টি টি-টোয়েন্টি ম্যাচ, যা ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটি বড় সুযোগ।