১৫ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭

বাহরাইনে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

শেয়ার করুন:

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাই পর্বের আগে দুটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলবে ছেলেদের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। আগামী ১৮ ও ২২ আগস্ট বাহরাইনে অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলোতে প্রতিপক্ষ হবে স্বাগতিক বাহরাইন অনূর্ধ্ব-২৩ দল।

মঙ্গলবার (২৩ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল। উপস্থিত ছিলেন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি মো. ইমরুল হাসান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং অন্যান্য সদস্যরা।

সভায় আরও জানানো হয়, আগামী ৩ থেকে ৯ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিত হবে ‘এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬’ বাছাই পর্ব। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন।

বাছাইপর্বে ভালো পারফরম্যান্সের লক্ষ্যেই আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে দল। ম্যাচ শুরুর অন্তত পাঁচ দিন আগে ভিয়েতনাম পৌঁছে স্থানীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগাম ক্যাম্প করবে দলটি। বিদেশ সফরের এই অভিজ্ঞতা এবং ম্যাচ অনুশীলনকে সামনে রেখে বাফুফে কর্তৃপক্ষ বেশ আশাবাদী।

তাদের মতে, আন্তর্জাতিক ম্যাচ ও সময়মতো প্রস্তুতি দলকে ইতিবাচক ফল পেতে বড় সহায়তা করবে।