২৯শে অক্টোবর, ২০২৫ 🔻 ১৩ই কার্তিক, ১৪৩২🔻 ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

বিএনপি ক্ষমতায় গেলে যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা করা হবে : মুরাদ

বিএনপি ক্ষমতায় গেলে যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা করা হবে : মুরাদ

শেয়ার করুন:

জনগণের ভোটে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে যুব সমাজের চিন্তা, আকাঙ্ক্ষা ও ক্ষমতা বিবেচনায় একটি আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলার সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলার ধামরাইয়ে জমকালো আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে তিনি এই মন্তব্য করেন।

ধামরাই উপজেলা চত্বর থেকে মুরাদের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

এই শোভাযাত্রায় আরও অংশ নেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ ও জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

ঢাকা-২০ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মুরাদ বলেন, ‘তারুণ্যের ভাবনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বির্নিমাণের যে স্বপ্ন দেখছেন, তা তিনি ৩১ দফায় ধারণ করেছেন। আগামীতে একটি তারুণ্যনির্ভর বাংলাদেশ হবে। যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে। তরুণ-যুবকদের ভাবনা, তাদের রাজনৈতিক ভাবনাকে, তাদের চিন্তা-চেতনাকে আমরা ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাব।’



সুত্রঃ কালবেলা