ইছামতিনিউজ২৪.
টেলিভিশন, থিয়েটার এবং চলচ্চিত্রে বহুমুখী চরিত্রে অভিনয় করা খ্যাতনামা প্রবীণ অভিনেতা কে এস ফিরোজ বুধবার মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বুধবার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।
তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন এবং তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার কনিষ্ঠ কন্যা প্রীতু ফিরোজ বলেন, আমার সৈনিক বাবা মেজর (অব.) খন্দকার শহীদ উদ্দিন ফিরোজ (কে এস ফিরোজ নামে পরিচিত) আজ সিএমএইচে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন এবং তিনি এখন শান্তিতে ঘুমাচ্ছে
জোহরের নামাজের পর বনানী কবরস্থানে কে এস ফিরোজকে দাফন করা হq।
সেসময় কিং লিয়ার’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন ফিরোজ। টিভিতে তার প্রথম অভিনয় দীপ তবুও জ্বলে’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। টিভিতে তার প্রথম আলোচিত নাটক ছিল ‘প্রতিশ্রুতি।
এর আগে, ১৯৬৭ সালে বাংলাদেশে সেনাবাহিনীতে যোগ দেন কে এস ফিরোজ। পরে মেজর হিসেবে পদোন্নতি পান তিনি। সেনাবাহিনী থেকে অবসর নেন ১৯৭৭ সালে।








