৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

বিশ্বনেতাদের তীব্র প্রতিবাদের মুখেও গাজায় ভয়াবহ হামলা

শেয়ার করুন:

এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনের মূল এজেন্ডা ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা। প্রায় সব বিশ্ব নেতাই তাদের ভাষণে এ বিষয়ে কথা বলছেন। আরব ও মুসলিম বিশ্বের নেতাদের কণ্ঠে শোনা যাচ্ছে তীব্র নিন্দা ও প্রতিবাদ। অপরদিকে পশ্চিমা নেতারা ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবি তুললেও গাজায় গণহত্যা বন্ধের প্রশ্নে একমত।

এমন পরিস্থিতিতেও ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামছে না। যুদ্ধের অন্যান্য দিনের মতোই মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে গত দুই দিন গাজায় ভয়াবহ হামলা হয়েছে।

এসব হামলায় আরও অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, আল-আহলি স্টেডিয়াম, নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা হয়েছে। ওই শিবিরে কেবল বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৪১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৭ হাজারের বেশি। ধারণা করা হচ্ছে, আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে স্বেচ্ছাসেবকদের বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী।