বেড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি অবৈধ সুতিজালের বাঁধ অপসারণ করেছেন।বুধবার (২১ অক্টোবর) দুপুরে চাকলা শ্মশান সংলগ্ন কাগেশ্বরী থেকে সুতিজালটি অপসারণ করা হয়। এলাকাবাসী ও আদালত সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে ওই স্থানে অসাধু অর্থলোভী ব্যক্তিদের যোগসাজশে জেলেরা অবৈধ সুতিজাল স্থাপন করে মাছ ধরে আসছিল। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় রবি ফসল আবাদে যেমন সমস্যা দেখা দিয়েছিল তেমনি অন্যান্য মাছের সঙ্গে মা ও পোনা মাছও নিধন চলছিল।
এলাকাবাসীর কাছ থেকে এ ব্যাপারে অভিযোগ পেয়ে বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত গঠন করে গতকাল দুপুর ১২টার দিকে শ্মশান সংলগ্ন কাগেশ্বরী নদীতে অভিযান চালান। এ সময় তাঁর সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মাহাবুব আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিনসহ বেড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাঁশ-খুঁটিসহ সুতিজালটি অপসারণ করা হয়।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘অসাধু জেলেরা শুধু মা মাছ ও পোনা নিধনই করছিলেন না পানি প্রবাহে বাধা সৃষ্টি করছিলেন। অবৈধ সুতিজাল যখন যেখানে পাওয়া যাবে তখনই তা উচ্ছেদ করা হবে।
Post Views: 55








