১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

বেড়ায় নব নির্বাচিত চেয়ারম্যান বাবুকে ফুলেল শুভেচ্ছা জানান “বেড়া প্রেসক্লাব”

শেয়ার করুন:

 বেড়া-প্রতিনিধিঃ বেড়া উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক বাবুকে বেড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান “বেড়া প্রেসক্লাব”।সোমবার সকালে উপজেলার তার অফিস তার দেয়া আমন্ত্রণে বেড়া প্রেসক্লাবের সভাপতি সফিউল আযম আলতু সহ সভাপতি  হাফিজুর রহমান হাফিজ ও সহ সাধারণ সম্পাদক মহসিন মল্লিকের নেতৃত্বে ক্লাবের সদস্য/সদস্যাগন তাকে ফুল দিয়ে বরণ করে নেন।এ সময় উপজেলা চেয়ারম্যান বাবু উপনির্বাচনে তাকে বিজয়ী করায় উপজেলার মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তিনি বেড়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে কাঙ্খিত লক্ষে পৌছতে নিষ্ঠার সাথে কাজ করে যাবেন বলে ঘোষনা দেন। প্রধানমন্ত্রী বেড়া উপজেলাকে শিল্পজোন হিসেবে ঘোষনা দিয়ে যে কর্মযজ্ঞ শুরু করেছেন তাতে পদ্মা-যমুনা ভি সেতুর সম্ভাব্য গুরুত্ব কয়েকগুন বৃদ্ধি পেয়েছে দাবী করে পাবনা বাসীর যৌতিক দাবী নিয়ে তিনি মানণীয় প্রধানমন্ত্রীর দৃস্টিকামনা করছেন।তিনি এ বিষয়ে পাবনা জেলার রাজনৈতিক নেতা ও সকল পদস্থ ব্যক্তিদের ভুমিকা পালনের মাধ্যমে স্বপ্ন বাস্তবায়ন সক্রিয় অবস্থান চান। তিনি বর্তমান সরকারের উন্নয়নের রোলমডেলে বেড়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চেস্টা চালিয়ে যাবেন বলে জানান।এসময় তিনি গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলার বিভিন্ন সমস্যা ও সীমাব্ধতা নিয়ে খোলামেলা আলোচনা করেন।##