১৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ১লা পৌষ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭

বেড়ায় নসিমনে নিচে চাপা পড়ে চালক নিহত

শেয়ার করুন:

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলাধীন আমাইকোলা নামক স্থানে (রবিবার(১৭ জানুঃ) বিকেলে নসিমনের নিচে চাপা পড়ে চালক নিহত হয়েছে। নিহত চালক আমাইকোলা গ্রামের মৃত: আবু বক্করের ছেলে নুর-মোহাম্মদ(৫০)।
জানা গেছে, তার নিজস্ব নসিমনে  ইট বোঝাই করে নিয়ে এসে আমাইকোলা গ্রামে নামানোর সময় অর্ধেক গাড়ি ইট নামানোর পরে নসিমন পেছনের দিকে দিলে মাটিতে দেবে উল্টে যায় । এ সময় ইট এবং নসিমনটি তার গায়ের উপর চাপা পরে। এমন অবস্থা দেখে স্থাণীরা তাকে উদ্ধার করে নিকটতম বেড়া হাসপাতালে এ নিয়ে গেলে কতব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।##