১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

বেড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন:

 

বেড়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার বেড়ায় মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে জান্নাতি (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে বেড়া পৌর এলাকার সানিলা শাহপাড়া গ্রামে। নিহত শিশু সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের রয়না পাড়া গ্রামের মোহাম্মদ রমজান হোসেনের মেয়ে। স্থানীয় সুত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে মায়ের সঙ্গে শিশুটি (জান্নাতি) মামার বাড়িতে বেড়াতে আসে। বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি মেয়েটির পরিবারকে জানানো হলে শিশুটির বাবা এবং স্বজনরা এসে রাতেই শিশুটির মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। সোমবার (১৫ ফেব্রুয়ারী) বাঙ্গাবাড়িয়া ইউনিয়নের রয়না পাড়া কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।##