৯ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭

বেড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ট্রাক চালকের মৃত্যু

শেয়ার করুন:

বেড়া প্রতিনিধিঃ পাবনার বেড়ায় রবিবার(০৪ অক্টবর) সকালে পুরাতন টেলিফোন অফিসের সামনে একটি কার্ভাটভ্যান ঘোরানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয়। ট্রাক চালক পাবনা সদর উপজেলার হামচিয়াপুর এলাকার মুসা মিয়ার ছেলে মিঠু(৩২)।

জানা যায়, ওইদিন সকাল দশটার দিকে  ট্রন্সপোর্টের একটি কাভার্ডভ্যান যাহার নং ঢাকা (মেট্র-ট ১৩-৪৬৪৮)স্বাধীন বাংলা ট্রন্সপোর্টের মালামাল নিয়ে বেড়া বাজার পৌঁছায়।মাল অনলোড করার জন্য গাড়িটি রাস্তায় ঘোরানোর সময় বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগলে বিদ্যুতের তার ছিড়ে কার্ভাটভ্যানটির সাথে জড়িয়ে পরে।এ সময় কার্ভাটভ্যানটি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় এবং হেলপার আল আমিন (২৮) আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বেড়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালককে মৃত ঘোষনা করে। এ রির্পোট লেখা পর্যন্ত হেলপার আল আমিন  বেড়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।