১২ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২০শে জমাদিউস সানি, ১৪৪৭

বেড়ায় ভ্রামমান আদালতে অর্থদন্ড

শেয়ার করুন:

 বেড়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার বেড়ায় সোমবার(১২ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার মোহা: সবুর আলীর নেতৃত্বে, সহকারী কমিশনার ভূমি মাহবুব হাসান ভ্রামমান আদালতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৫ ধারা সাতটি মামলায় মোট দশ   হাজার তিনশত টাকা জরিমানা করেন। এ সময় বেড়া মডেল থানার পুলিশ,বিজিবি,সাংবাদিক ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।