করোনা মহামারীর কারণে অন্যান্য বছরের মতো আলোকসজ্জা ও গেইট নির্মাণের প্রতিযোগীতা নেই এবার। দুর্গা পূজা উপলক্ষে উপজেলার সনাতন ধর্মালম্বী মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। শারদীয়া দুর্গা পুজা উপলক্ষে প্রায় সব মার্কেটেই ভিড় জমেছে পুজার কেনাকাটার। বাড়িতে বাড়িতে নারিকেলের নাড়–,মোয়া তৈরি হচ্ছে। নারিকেলের বাজারও ছিল এ বছর উচ্চমূল্য। বড় আকারের প্রতি জোড়া নারিকেল বিক্রি হয়েছে ১০০ টাকা। আর ছোটো আকারের নারিকেল ৭০-৮০ টাকায় বিক্রি হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেড়া উপজেলা শাখার সভাপতি ভৃগু রাম হালদার জানান, এবার বেড়া উপজেলায় মোট ৪৫ টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর ৫৫ টি মন্ডবে পূজা হয়েছিল মূলত করোনার কারনেই এবার ১০ টি মন্ডবে হচ্ছে না পূজা। এবারের পূজায় মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে সারা পৃথিবীকে যেন মা দূর্গা করোনা মুক্ত করে দেয়।








