৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

বেড়া পৌর সভার নৌকার প্রার্থীকে জনতার সংবর্ধনা

শেয়ার করুন:

নিজস্ব প্রতিনিধিঃ বেড়া পৌরসভার আ.লীগ দলীয় নৌকার প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি’র ছেলে ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য আশিফ শামস রঞ্জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার ১১টার দিকে কাজীরহাট ফেরিঘাটে এ সংবর্ধনা দেওয়া হয়। সকালে সড়ক পথ হয়ে আশিফ শামস রঞ্জন পাবনার উদ্দেশ্যে রওনা হন। কাজীরহাট ফেরিঘাটে তাকে বরণ করতে শত শত নেতা, কর্মী ও জনতার ঢল নামে। ফেরি থেকে নেমে মঞ্চে উঠলে নেতা কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। জনগণের ভালবাসা সিক্ত হন বেড়া পৌর সভার নৌকার মনোনিত আ.লীগ দলীয় প্রার্থী আশিফ শামস রঞ্জন। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রতিক দিয়ে আমাকে আপনাদের নিকট পাঠিয়েছে।

আপনারা ঐক্যবদ্ধ হয়ে নৌকার সাথে থাকবেন এবং নৌকার বিজয় নিশ্চিত করবেন। সাঁথিয়া, বেড়া উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীদের উপস্থিত দেখে আশিফ শামস রঞ্জন কৃতজ্ঞা প্রকাশ করেন। তিনি বলেন আপনাদের এ ভালবাসার কথা আমি সারা জীবন মনে রাখব। এদিকে বুধবার সকাল থেকেই সাঁথিয়া বেড়া উপজেলার শত শত নেতা কর্মী ও জনতা মোটর বাইক, অটোভ্যান, কিরমন, মাইক্রো যোগে কাজীরহাটে পৌছায়।