১১ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭

বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সমপন্ন

শেয়ার করুন:

আবু ইসহাক, পাবনার সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অবশেষে সম্পন্ন হয়েছে। ১৩ আগষ্ট ২০২০ বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের অফিস কক্ষে সর্ব সম্মতি ক্রমে সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারকে সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ইকবাল হোসেনকে সদস্য সচীব করে ১জন দাতা সদস্য, ৩জন শিক্ষক প্রতিনিধি ও ৪জন অভিভাবক সদস্যদের নিয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন করা হয়েছে।  
এ বিদ্যালয়ে নির্বাচন উপলক্ষে বিগত কয়েক বছর পুর্বে দলীয় নেতা কর্মীদের হামলা, বিদ্যালয় কক্ষের আসবাবপত্র ভাংচুর, মামলা ও শেষ পর্যন্ত মহামান্য হাইকোর্ট ঘুরে এসে বহুল প্রতিক্ষিত ম্যানেজিং কমিটি সম্পন্ন হলো। বৃহস্পতিবার বিদ্যালয়ে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফায়সাল রায়হান ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের প্রচার প্রকাশনা সম্পাদক আঃ রাজ্জাক মন্ডল, ছাত্রলীগ নেতা সরোয়ার, মানিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।