৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

ভাঙ্গুড়ায় ইউএনও অফিস সহকারীকে এলাকা ছাড়ার হুমকি

শেয়ার করুন:

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সহকারী মুস্তাফিজুর রহমানকে অজ্ঞাত একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সাত দিনের মধ্যে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ মে) সকালে। মুস্তাফিজুর রহমান জানান, ওই দিন সকাল ৮টা ১৫ মিনিটের দিকে একটি অচেনা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাকে বার্তা পাঠিয়ে বলা হয়, তিনি যেন সাত দিনের মধ্যে ভাঙ্গুড়া ছেড়ে চলে যান। না হলে তাকে মারধরসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।

এরপর বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগী মুস্তাফিজ ভাঙ্গুড়া থানায় জিডি করেন।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার বলেন, “মুস্তাফিজের তো কারো সঙ্গে কোনো বিরোধ নেই। তাকে কেন হুমকি দেওয়া হলো, তা বুঝতে পারছি না। আমি ইতোমধ্যেই থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।”

মুস্তাফিজুর রহমান বলেন, “ঘটনার পর থেকে আমি খুব আতঙ্কে আছি। ইউএনও ম্যাডামের সঙ্গে পরামর্শ করে থানায় জিডি করেছি। আমি চাই, হুমকিদাতাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”