ভাঙ্গুড়া প্রতিনিধি : বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষন করে পাবনার ভাঙ্গুড়ায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এ কর্মসূচি পালিত হয়।
উপজেলার সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন শরৎনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আলী আজগর, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আলী এবং মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিমসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের দাবি ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন অতি দ্রুত জারি করতে হবে। সরকার এ বেসরকারি শিক্ষকদের দাবির প্রতি অতি দ্রুত সমর্থন জানানোর আহবান জানান ।
এ সময় তারা আরো জানান তাদের এ দাবি অত্যন্ত যৌক্তিক দাবী।
সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত এই মানববন্ধনে অংশগ্রহণ করেন ভাঙ্গুড়া উপজেলার বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষক কর্মচারীবৃন্দ।







