১৩ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২১শে জমাদিউস সানি, ১৪৪৭

ভাঙ্গুড়া কেন্দ্রীয় মহাশশ্মানে বৃক্ষরোপন কর্মসূচী পালিত

শেয়ার করুন:

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি:-জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবর্ষ উপলক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া কেন্দ্রীয় মহাশশ্মানে  বৃক্ষরোপন কর্মসূচীর পালিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরের উপজেলার পৌর এলাকার মেন্দা খালপাট এলাকার হিন্দু সম্প্রদয়ের মহাশশ্মান চত্বরে  এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহাশশ্মান চত্বরে বৃক্ষরোপন করে এই কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র  ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  গোলাম হাসনাইন রাসেল।

এসময় উপস্থিত ছিলেন, মহাশশ্মান কমিটির সভাপতি ও উপজেলা পুজা  উদযাপন পরিষদের  সাধারণ সম্পাদক  শ্রী সংগীত কুমার পাল, মহাশশ্নান কমিটির সাধারণ সম্পাদক  সমরজিত গুণ,উপজেলা পুজা উদযাপন পরিষদের  সভাপতি  শ্রী মলয় কুমার দেব, বাংলাদেশ হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ভাঙ্গুড়া শাখার সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্র দেব, মহাশশ্মান কমিটির সাবেক সভাপতি নির্মল কুমার রায়, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বরাত আলী, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার, পৌরসভার ৬টি মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকসহ ভাঙ্গুড়ার হিন্দু সমাজের  বাসিন্দা।

 অপরদিক একই দিনে মহাশশ্মান চত্বরে  প্রণামী বাক্সেরও শুভ উদ্বোধন করা হয়।