১৪ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২২শে জমাদিউস সানি, ১৪৪৭

মহানবী(সঃ)কে কটুক্তি করায় সাঁথিয়ায় মুসল্লিদের বিক্ষোভ

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ মহানবী(সঃ)কে ভারতের বিজিপি নেতা নুপুর শর্মা কটুক্তির করার প্রতিবাদে সারা দেশের ন্যায় গতকাল শুক্রবার বাদ জুম্মা পাবনার সাঁথিয়ায় মুসল্লিদের এক বিক্ষোভ মিছিল বের হয়।
সাঁথিয়া উপজেলারন বিভিন্ন মসজিদের মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করে তিনমাথা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন। বিক্ষোভ মিছিল শেষে ইসলামী ব্যাংকের সামনে এক পথসভায় পেশ ইমাম সাদ বক্তব্য দেন। এসময় শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।