গরুর মালিক মুকুল হোসেনের দাবি, পাবনা থেকে আসার পথে সাভারে তীব্র যানজটে আটকে পড়ায় প্রচণ্ড গরমে তার সবচেয়ে বড় গরুটি মারা গেছে।
তিনি বলেন, বৃহস্পতিবার ৬টা গরু নিয়ে পাবনার সাথিয়া থেকে ঢাকায় আসছিলাম। পথে টাঙ্গাইল থেকে যানজট শুরু হলে ১৭ ঘণ্টা লাগে যায় বাইপাইল আসতে। এসময় প্রচণ্ড গরমে ২৭ মণ ওজনের গরুটি অসুস্থ হয়ে ট্রাকের মধ্যেই মারা যায়। এঘটনায় অসুস্থ হয়ে পড়েছে আরও পাঁচটা গরু।
তিনি আরও বলেন, এলাকায় গরুটির দাম উঠছিলো সাড়ে ৫ লাখ টাকা। আমি ভালো দামে বেচার জন্য গরুটি ঢাকায় এনেছিলাম বিক্রির উদ্দেশ্যে । গরুটা মারা যাওয়ায় আমার খুব ক্ষতি হয়ে গেলো।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, বৃহস্পতিবার থেকেই সাভারের মহাসড়ক ও শাখা সড়কে যানজট। সাথে তীব্র গরমও ছিলো। এতে সাধারণ যাত্রী ও ট্রাকে থাকা কোরবানির পশুদেরও গরমে নাভিশ্বাস উঠেছে। অনেক জায়গায় গরু অসুস্থ হওয়ারও খবর পেয়েছি।








