৯ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭

রবীন্দ্র বিশ্ব বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে ভিসি, রেজিষ্টার,ট্রেজারার, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন

শেয়ার করুন:

শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মানে ডিপিপির দ্রুত অনুমোদন ও স্থায়ী ক্যাম্পাস নির্মানের দাবিতে গতকাল রবিবার(২৭ জুলাই) সকালে বগুড়া- নগরবাড়ি মহাসড়কের রবীন্দ্র একাডেমিক- ৩ এর সামনে নামলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস এম হাসান তালুকদার , রেজিষ্টার প্রফেসর ড. সুমন কান্তি বড়–য়া,ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ সহ সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ অংশ নেন । এ সময় ভিসি প্রফেসর এস এম হাসান তালুকদার বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মানে ডিপিডির অনুমোদন ও বাস্তবায়নে বিলম্বে আমরা হতাশা গ্রস্থ হয়ে পড়েছি । তাই স্থায়ী ক্যাম্পাস শাহজাদপুর তথা সিরাজগঞ্জ জেলার মানুষের প্রাণের দাবি । ৮ বছর ধরে আমরা শুধু স্থায়ী ক্যাম্পাস নির্মানের জন্য ঘুরছি তাই রাজপথে নেমেছি । এদিকে সকাল থেকেই বগুড়া- নগরবাড়ি মহাসড়ক শাহজাদপুরের বিসিক বাসষ্ট্যান্ডে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের মানববন্ধন করে । এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় ।
এদিকে একই দিনে সকাল ৭ টায় দাবিতে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজনে মহাসড়কে মানববন্ধন কর্মসুচি পালন করে । মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর এমপি প্রার্থী অধ্যাপক মওলানা মিজানুর রহমান । এছাড়া শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত মহাসড়কে মানববন্ধন কর্মসুচি পালন করে বক্তব্য রাখেন সচেন নাগরিক ফোরামের আহবায়ক মীর্জা হুমায়ন আহমেদ, উপদেষ্টা ডঃ ফরহাদ হোসেন , মওলানা আবু জাফর,আব্দুল মোমিন, অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু প্রমুখ