ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি রাজশাহী রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর রাজশাহী থেকে ঢাকা ও অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ঢালারচর এক্সপ্রেস সাময়িকভাবে আটকে যায়।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের মাস্টার জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢালারচর এক্সপ্রেস রাজশাহী থেকে ঢালারচরের উদ্দেশ্যে ছাড়ে। এ সময় অপর লাইনে থাকা দুটি বগির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।
রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার ময়েন উদ্দিন বলেন, বনলতা এক্সপ্রেসের দুটি বগি অন্য ট্রেনে সংযোজনের জন্য স্টেশনে আনা হয়েছিল। সানটিংয়ের (লাইন পরিবর্তন) জন্য অপেক্ষমাণ অবস্থায় ইঞ্জিন ছাড়া বগি দুটি নিজে নিজেই পেছনের দিকে সরে যায়। সেই সময় স্টেশন থেকে বের হচ্ছিল ঢালারচর এক্সপ্রেস। এতে ওই বগিগুলোর সঙ্গে সংঘর্ষে দুটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, লাইনচ্যুত বগিগুলোর উদ্ধার কাজ শুরু হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। তবে উদ্ধার কাজ শেষ হবার আগেই দুটি বগি রেখে ট্রেনটি ঢালারচরের উদ্দেশে ছেড়ে গেছে।







