৯ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭

শাহজাদপুরে তিনটি মিষ্টান্ন দোকানে জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত

শেয়ার করুন:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ও বিএসটিআই এর পাবনা শাখার উপ-পরিচালক ঈশরাত জেরিন এর নেতৃত্বে ১৪ মে বুধবার দুপুরে শাহজাদপুরে বিভিন্ন মিষ্টান্ন দোকানে অভিযান পরিচালনা করেন । এ সময় খাদ্যের গায়ে মেয়াদের তারিখ না থাকায় তিনটি দোকানে জরিমানা আদায় করা হয় এবং সতর্ক প্রদান করা হয় । এদিকে পাবনা আঞ্চলিক শাখার পরিদর্শক উৎপল কুমার জানান,ওজন ও পরিমাপ মানদন্ড অনুযায়ী তিনটি দোকানকে জরিমানা আদায় করা হয় । তাদের এ অভিযান অব্যাহত থাকবে ।