৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

শাহজাদপুরে মানবিক ই্উএনওর বদলী নাকি গুজব

শেয়ার করুন:

শাহজাদপুর( সিরাজগঞ্জ) থেকেঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের বদলী নিয়ে শাহজাদপুরের বিভিন্ন মহল নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । জানা গেছে, ইউএনও কামরুজ্জামানের বদলী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার পাওয়ায় ব্যবসায়ীমহল, সুধিমহল, বিভিন্ন রাজনৈতিক মহল ,সাধারন জনগন ও সাংবাদিকদের মাঝে বইছে মিশ্র প্রতিক্রিয়া । তিনি শুধু একজন ইউএনও ছিলেন না , ছিলেন একজন মানবিক মানুষ । তিনি একাধারে পৌর মেয়র, বিভিন্ন কলেজের সভাপতি সহ অর্ধশত প্রতিষ্ঠানের দ্বায়িত্বে ছিলেন । সকলের সাথে তার ছিল সখ্যতা ।
উপজেলা বণিক সমিতির সভাপতি,এমদাদুল হক নওশাদ, মনিরামপুর বণিক সমিতির সভাপতি হাজী মাসুদ হাসান খান জানান, তিনি শাহজাদপুরের ব্যবসায়ীদের সাথে অত্যান্ত ভাল সম্পর্ক ছিল । তার বদলী হওয়ার খবরে আমরা বিষ্মিত হয়েছি । ইতিপূর্বে যতগুলো ইউএনও ছিল সবাই ভাল ছিল । কিন্তু বর্তমান ইউএনও ছিলেন ভিন্ন ধরনের মানুষ ।
এদিকে বিভিন্ন রাজনৈতিক নেতারা জানান,৫আগষ্টের এক বছরের বেশী সময় অতিবাহিত হল আমরা তার সাথে থেকে খুব ভাল সেবা পেয়েছি । শাহজাদপুরকে শান্ত রাখতে তার মত একজন অফিসার দরকার । এখনই বদলী হওয়াটা আমাদেও জন্য দুঃখজনক । তাকে আগামী নির্বাচন পর্যন্ত রাখার দাবি জানান । প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর ও সাধারন সম্পাদক বিএনপির প্রচার সম্পাদক আলামিন হোসেন বলেন, ইউএন একজন মানবিক মানুষ, তার বদলী হওয়ার খবওে শাহজাদপুরের মানুষ খুশী নয় । তাকে নির্বাচনকালীর থাকার আহবান জানান । এদিকে মানবিক ইউএনও বলে পরিচিত কামরুজ্জামানের বদলী আদেশ স্থগিত করার আহবান জানিয়েছেন শাহজাদপুর বাসি ।