শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চারপাশ এখন ময়লার ভাগার খানায় পরিনত হয়েছে। বিজয়ের মাসের ময়লার ভাগার সাফ করা হয়নি। গুরুত্বপূর্ণ এই স্থাপনার পাশে রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, রয়েছে মসজিদ ও আবাসন। পথচারি থেকে শুরু করে আসে পাশে বসবাসকারীরা পৌর সভায় বিভিন্ন সময় আর্বজনা সরানোর জন্য অভিযোগ দিয়েও কোন সমাধান পায়নি। এমনকি বর্তমানে পৌর প্রশাসনের নির্দেশ ও উপেক্ষিত। অভিযোগ রয়েছে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের জায়গাটি পরিস্কারের জন্য বলা হলেও টাইম নাই এমন কথা শুনিয়ে শুনিয়ে চলে যায় পরিচ্ছন্ন কর্মীরা। দুগন্ধে অতিষ্ট হয়ে পড়েছে পথচারিরা ।
শাহজাদপুর পৌর সভার ৪ নং ওয়ার্ডের রামবাড়ী মহল্লার খোনকারে জোলা নামে পরিচিত এক সময়ের চলমান ছোট নদী ভরাট করা হয়। ভরাট করা রামবাড়ি মহল্লার এই জায়গার উপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩ তলা ভবন নির্মাণ করা হয়। সহজ যাতায়াতের জন্য এ ভবনের দুই পাশ দিয়ে রাস্তাও নির্মাণ করে পৌরসভা। বর্তমানে এই রাস্তা দিয়ে শাহজাদপুর সরকারি কলেজ সহ পৌরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দাসহ শত শত মানুষ ও যানবাহন চলাচল করে থাকেন। পৌর সভার কঞ্জারডেন্সি পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম রঞ্জু জানান, স্থানীয় বাসিন্দারা নিত্যদিনের আর্বজনা ফেলে স্থানটি দুর্গন্ধময় করেছে। তবে স্থানীয়ারা জানান, পৌরসভার সুইপার স্থানটি পরিস্কার না করায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির চার পাশে ভাগার খানায় পরিনত হয়েছে।
স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বিনয় কুমার পাল জানান, পৌরসভার দায়ীত্বহীনতার কারণে জায়গাটি ময়লার ভাগার খানাতে পরিনত হয়েছে। শাহজাদপুরের সাংস্কৃতিকর্মী কাজী শওকত জানান, সামনেই ১৬ই ডিসেম্বর। বিজয় মাসেও স্থানটি এখনও অবহেলিত। তিনি জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩ তলা ভবনের পাশেই একটি মুক্তমঞ্চ করা যেতে পারে। সেখানে সাড়া বছর নানা অনূষ্ঠান করা যেতে পারে। এজন্য পৌর কর্তৃপক্ষকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ব্যাপারে পৌর প্রাশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানান, আমি জায়গাটি পরিস্কারের জন্য বলেও ছিলাম। বদলি হয়ে যাচ্ছি । নতুন উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি বলে যাব। সামনে ১৬ ডিসেম্বর তার আগেই জায়গাটি পরিস্কার করা দরকার বলে মনে করেন এলাকাবাসি ।







