১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

শীতার্তদের পাশে সুজানগর উপজেলা প্রশাসন

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ  সুজানগরে জেঁকে বসেছে শীত। এই শীতে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। শীত নিবারণের সামর্থ্য নেই অনেকের। আর সেই সব  গরীব, দুস্থ, এতিম ও অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন সুজানগর উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার গরীব, দুস্থ, এতিম ও অসহায় মানুষদের মাঝে  বিতরণ করলেন শীতবস্ত্র(কম্বল)। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী বলেন  সুজানগরের   গরীব, দুস্থ, এতিম ও  অসহায় মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আর সুজানগরের একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সে জন্য এবারেও যতদিন শীত থাকবে ততদিন  জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচি অব্যাহত রাখবে।