৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

শ্রেষ্ঠ কাজী নিকাহ্ রেজিষ্টার শামছুল আলম

শেয়ার করুন:

সংবাদদাতা: নকাহ্ রেজিষ্টার এবং কাজী হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ কাজী হিসাবে কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন পাবনার মালিগাছা ইউনিয়নের নিকাহ্ রেজিষ্টার ও কাজী মোঃ শামছুল আলম। গত ২৮ জানুয়ারী ঢাকার পল্টন টাওয়ারের ৪র্থ তলায় ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এ সম্মননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মোঃ খাদেমুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইচ চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোর হোসেন, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার উপ-পুলিশ কমিশনার কবি নুরুল ইসলাম বিপিএম। সভাপতিত্ব করেন আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ আতাউল্লাহ খান। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সভাপতি শাহ্ আলম চুন্নু। সফল নিকাহ্্ রেজিষ্টার শামছুল আলম একজন খামারি হিসেবেও ব্যাপক সাফল্য অর্জন করেছেন। বর্তমানে তার গরুর খামারে ২০ মন ওজনের দুইটি গরু রয়েছে। উল্লেখ্য, তিনি ২০০০ সাল থেকে নিয়োগ প্রাপ্ত হয়ে সফলতার সাথে নিকাহ্্ রেজিষ্টারের দায়িত্ব পালন করেছেন। বাল্য বিয়ে প্রতিরোধেও তার ব্যাপক সফলতা রয়েছে।