৫ই নভেম্বর, ২০২৫ 🔻 ২০শে কার্তিক, ১৪৩২🔻 ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় উপচেপড়া লোকসমাগম

সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় উপচেপড়া লোকসমাগম

শেয়ার করুন:

চট্টগ্রামের সন্দ্বীপে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং।

রোববার (০২ নভেম্বর) তেনজিংয়ের নেতৃত্বে সন্দ্বীপের সেনারহাট থেকে শুরু করে সন্দ্বীপ কমপ্লেক্স হয়ে দলীয় কার্যালয় পর্যন্ত ধানের শীষের পক্ষে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হয়। এতে সন্দ্বীপের হাজারো মানুষের সমাগম ঘটে।

এ সময় তরিকুল আলম তেনজিং বলেন, বিএনপি তরুণদের আকাঙ্ক্ষার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে। এ লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে কারাগারে পরিণত করেছিল, দেশের নির্বাচন, ভোটাধিকার, অর্থনীতিসহ সব সেক্টরই ধ্বংস করে গেছে। দীর্ঘ দেড় দশক পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। মানুষের ভোটে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশকে নাগরিকদের জন্য বাসযোগ্য, তরুণদের জন্য কর্মসংস্থানভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা হবে।

তেনজিং স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান।



সুত্রঃ কালবেলা