গেল ডিসেম্বরে দেশের হকিতে রীতিমত ইতিহাস গড়েছিলেন কোচ মওদুদুর রহমান শুভ। তার কোচিংয়ে প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপের টিকিট কাটে বাংলাদেশ জুনিয়র হকি দল। সম্প্রতি বাংলাদেশকে অনূধ্র্ব-১৮ এশিয়া কাপের সেমিফাইনালেও তুলেছিলেন তিনি।
কিন্তু আচমকা এই কোচকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। তার জায়গায় সর্বশেষ এএইচএফ কাপে অংশ নেওয়া বাংলাদেশ দলের সহকারী কোচ মশিউর রহমান বিপ্লব ও আশিকুজ্জামানকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে। মামুনুর রশীদ ও বিপ্লবের অধীনে এএইচএফ কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া বাংলাদেশ দল ৪৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ হারায়।
সফল কোচ শুভকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বলেছেন, ‘কমিটি মনে করেছে বিপ্লব ও আশিকের কম্বিনেশনটা দলের প্রস্তুতির জন্য ভালো হবে। তাই আমরা তাদের কোচ হিসেবে বেছে নিয়েছি। তাছাড়া কদিন পর তো বিদেশি কোচ দায়িত্ব নেবেন। আশা করছি আমরা সেরা প্রস্তুতি নিয়েই বিশ্বকাপে অংশ নেবো। এটাকে (কোচ ছাঁটাই) আবার আপনারা ইস্যু বানাবেন না।’
বাদ পড়ার কারণ জানা নেই উল্লেখ করে কোচ শুভ বলেছেন, ‘কেন বিশ্বকাপের মূলপর্বে দলের সঙ্গে থাকবো না সেটা আমার জানা নেই। এ ব্যাপারে ফেডারেশন থেকে কেউ আমার সঙ্গে যোগাযোগও করেননি। আশা করবো যারা দায়িত্বে থাকবেন তাদের অধীনে দল বিশ্বকাপে ভালো করবে।’এদিকে ৪৫ তরুণকে নিয়ে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে জুনিয়র বিশ্বকাপের প্রস্তুতি।
১ সেপ্টেম্বর ডাচ কোচ সিগফ্রাইড অকম্যানের জুনিয়র দলের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। এখনো ওমানের সাবেক কোচের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সারেনি ফেডারেশন।ভারতের চেন্নাই ও মাদুরাই শহরে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২৪ দলের জুনিয়র হকি বিশ্বকাপ। গত বছর ডিসেম্বরে ওমানে অনুষ্ঠিত অনূধ্র্ব-২১ জুনিয়র এশিয়া কাপে চীনকে হারিয়ে পঞ্চম হয়ে প্রথমবারের মত হকি যেকোনো পর্যায়ের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে মওদুদুর রহমান শুভর শিষ্যরা।







