সাঁথিয়া(পাবনা) সংবাদদাতা: পাবনার সাঁথিয়া থেকে একই রাতে তিন বাড়ি থেকে গরু ও ছাগল চুরির ঘটনা ঘটেছে। চোরের দল কৃষক ইব্রাহিমের বাড়ি থেকে দুটি গাভী, বিধবা হাসিনার ৫টি ছাগল ও সুনাই সরদারের ৩টি ছাগলের পাঁঠা চুরি করে নিয়ে যায়।
জানাযায়, বুধবার দিন গত গভীর রাতে উপজেলার আত্রাইশুকা গ্রামের মোকছেদ মোল্লার ছেলে কৃষক ইব্রাহিম মোল্লার গোয়াল ঘর থেকে তালা ভেঙ্গে দুটি (গাভী) গরু চুরি হয়। সংঙ্গবদ্ধ চোরের দল বাড়ির ওয়াল টপকে ভিতরে প্রবেশ করে। কৃষক ইব্রাহিম জানান, তার দুটি গাভীর মূল্য প্রায় ৪ লক্ষ টাকা হবে। এ ঘটনায তিনি শোকে কাতর হয়ে পড়েছেন।
এদিকে একই রাতে বিষ্ণুবাড়িয়া গ্রামের আদু সরদারের ছেলে সুনাই সরদারের ঘর থেকে তিনটি বড় আকৃতির ছাগলের পাঁঠা চুরি হয়েছে। যার মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানান সুনাই সরদার। তিনি জানান, রাতের যে কোন সময় চোরের দল গোয়াল ঘর থেকে পাঁঠা গুলো চুরি করে নিয়ে যায়।
অপর দিকে বিষ্ণুবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হক আক্কাসের বিধবা স্ত্রীর ৫টি ছাগল বুধবার দিন গত রাতে চুরে করে নিযে যায় চোরের দলেরা।
এ বিয়ষে সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, চুরির ঘটনার সংবাদ পেয়েছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।







