৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচীর জানাযা সম্পন্ন

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া করমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচীর রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।
বৃহম্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে জানাজা নামাজ সম্পন্ন হয়।
গার্ড অব অনারে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান।
এসময় জানাযা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ভিপি শামসুর রহমান, পাবনা ০১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রাং, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আখতারুজ্জামান মঞ্জিল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তার মৃতদেহ বায়া পাণিশাইল কবর স্থানে দাফন সম্পন্ন হয়।