১৮ই সেপ্টেম্বর, ২০২৫ 🔻 ৩রা আশ্বিন, ১৪৩২🔻 ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭

সাঁথিয়ায় কলেজে হামলা ও ভাংচুরের ঘটনায় ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন

শেয়ার করুন:

সাঁথিয়া প্রতিনিধি:সাঁথিয়ায় মিয়াপুর হাজী জসীম উদ্দিন স্কুল এন্ড কলেজে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা ছাত্রশিবির নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া প্রেসক্লাব হলরুমে উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সংবাদ সম্মেলনে বক্তারা বলে মিয়াপুর স্কুল এন্ড কলেজের যে ঘটনা সম্পর্কে শিক্ষকরা যে তথ্য প্রচার করেছে তা সঠিক নয়। আমাদের কর্মীরা ভাংচুর ও শিক্ষকদের লাঞ্ছিতর ঘটনায় জড়িত নয়। যদি কেউ ছাত্র শিবিরের বিরুদ্ধে এধরনের অভিযোগ প্রমান করতে পারে তাহলে তহলে যেকোন শাস্তি মাথা পেতে নিবো। বরং এই ঘটনায় আমাদের শিবির কর্মী আব্দুল মজিদকে শিক্ষকরা নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে। সে বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের স্কুল কার্যক্রম ও সমাজ সেবা সম্পাদক শিখন মোল্লা, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো: সাফাতুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মেশকাত হোসেন, আইন বিভাগের সেক্রেটারি রুহুল আমিন, পৌরসভা ছাত্র শিবিরের সেক্রেটারি নুর নবী, ক্ষেতুপারা ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সোহান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই ঘটনায় সাঁথিয়া থানায় মামলা হয়েছে।