সাঁথিয়া(পাবনা) সংবাদদাতা:পাবনার সাঁথিয়ায় খেলনা পিস্তল নিয়ে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে। আটকৃত ডাকাতদের সাঁথিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জানাযায় আজ সোমবার( ২৮ জুলাই) রাত ৭.৩০ মিনিটে উপজেলার কাশিনাথপুর চাউল পট্রীতে হানা দেয় দুই জন ডাকাত। তারা চাউল পট্রীর খান রাইস মিলের মালিক শামসুর রহমানের মাথায় পিস্তুল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেবার চেষ্টা করেন। এ সময বাজারের ব্যবসায়ী ও জনতা এগিয়ে এসে ডাকাতদের হাতে নাতে খেলনা পিস্তলসহ আটক করে।
আটককৃতরা সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের ঝন্টু মোল্লার ছেলে জয়নাল আহাম্মেদ সুজন(২৮) ও একই গ্রামের বেলাল ব্যাপারীর ছেলে রাজীব হোসেন (৩০)। আটকৃত ডাকাতদের জনতা সাঁথিয়া থানা পুলিশর কাছে হস্তান্তর করেন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।







