৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ছেলে ও পুত্রবধূর নির্যাতনে আহত সেই মাকে হাসপাতালে ভর্তি করালেন ইউএনও

শেয়ার করুন:

 

মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ার হাপানিয়া রামচন্দ্রপুর গ্রামে ছেলে ও পুত্রবধূর দ্বারা নির্যাতিত মাকে হাসপাতালে ভর্তি করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। আজ সোমবার (৩১ আগস্ট) হাপানিয়া রামচন্দ্রপুরে গিয়ে ওই মাকে নিয়ে এসে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়ে তার যথাযথ চিকিৎসা প্রদানের নির্দেশ দেন ইউএনও।

গতকাল রোববার (৩০ আগস্ট) সকালে ছেলে ও ছেলের বউ মিলে মাকে বেদম প্রহার করার একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য মিডিয়ায় ভাইরাল হয়। এতে করে সাঁথিয়াসহ সারাদেশে তীব্র ক্ষোভ, প্রতিবাদ, জনরোষ তৈরি হয়। 

এর প্রেক্ষিতে সাঁথিয়া থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে রোববার বিকেলে  ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছেলে নজরুল ইসলাম (৪৫), ছেলের বউ সোনলী খাতুন (৪০) , ছেলের শ্যালক মনিরুজ্জামান (৪২), শ্যালিকা ফরিদা খাতুন (৩৮) ও মুরশিদা খাতুন (৩৬) গ্রেফতার করেছে।