৯ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় দৈনিক করতোয়া পত্রিকা ৫০ বছর পদাপর্ণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

শেয়ার করুন:

বহুল প্রচারিত ও জনপ্রিয় আঞ্চলিক দৈনিক করতোয়া পত্রিকা ১৯৭৪ সালে প্রকাশিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই নিরপেক্ষ সংবাদ পরিবেশন, সাহসী অনুসন্ধানী প্রতিবেদন এবং জনসচেতনতা সৃষ্টিতে পত্রিকাটি বিশেষ ভূমিকা রেখে আসছে। দীর্ঘ ৪৯ বছরের পথচলা শেষে এবার পত্রিকাটি পা রাখল সুবর্ণজয়ন্তীর দোরগোড়ায়।

পত্রিকার ৪৯ বছর পূর্তি ও ৫০ বছরে পদার্পণ উপলক্ষে গত মঙ্গলবার (১২ আগস্ট) পাবনার সাঁথিয়া উপজেলায়  নানা কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে সাঁথিয়া প্রেসক্লাব চত্বরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এবং সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আক্কাজ।

সাঁথিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক রতন দাস, সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা, দৈনিক করতোয়ার প্রতিনিধি আবুল কাশেম সহ আব্দুল হাই, আবু ইসহাক, আবু সামা, খালেকুজ্জামান পান্নু, তাইজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক করতোয়া পত্রিকার সাংবাদিকতার গুণগত মান, সাহসী কলম এবং পাঠকপ্রিয়তার কথা তুলে ধরে আগামী দিনে আরও সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন।