সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামী। আরো বক্তব্য দেন মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার নুরে আলম, কৃষি সম্প্রসারন অফিসার জুনায়েদ আল সাদি, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ। এসময় অনুষ্ঠানে বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুলের কৃষক ও কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।







