৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় পুত্রবধুর বটির কোপে শ্বশুর নিহত

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় পুত্রবধুর বটির কোপে শ্বশুর মোজাম(৭০) নিহত হয়েছে। ঘটসাটি ঘটেছে গত রবিবার(৩১ আগষ্ট) রাত সাড়ে ৮টায় সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমরী (কলেজপাড়া) গ্রামে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমরী (কলেজপাড়া) গ্রামের মোজামের ছেলে মিঠুর সাথে ৫ বছর আগে উপজেলার আফড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি খাতুন মাসুষিক রোগে ভুগছিল।
গত রবিবার(৩১ আগষ্ট) সন্ধ্যা রাতে হঠাৎ করে রুমির মানষিক রোগটা বেশী হলে তার হাতে থাকা বটি দিয়ে শ্বশুর মোজামের পেট ও পিঠে কোপ দেয়। এতে মোজামের পেটের ভুড়ি বের হয়ে আসে। গুরুত্বর আহত অবস্থায় মোজামকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় দিকে মোজাম মারা যায়। এঘটনায় সাঁথিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান মৃত্যু খবর নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় মামলার প্রস্তুত চলছে।