পাবনার সাঁথিয়া ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষনের জন্য আধুনিক এয়ার ফ্লো মেশিন রিতরণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না উক্ত কর্মসূচির উদ্বোধণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে আলম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ আল সাদী, তানজিলা ফেরদৌস,সাংবাদিক আবুল কাশেমসহ বিভিন্ন ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ।
উপকারভোগী কৃষক কামরুল হাসান ও রেজাউল করিমসহ ১৫জনকে আনুষ্ঠানিকভাবে আধুনিক এয়ার ফ্লো মেশিন তুলে দেন প্রধান অতিথি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামী জানান, উপকারভোগী কৃষকরা পেঁয়াজ সংরক্ষলের জন্য ১০ফুট বাই ১০ফুট বাই ৬ ফিট ইট দিয়ে একটি গোদাম ঘর নিমার্ণ করতে হবে। উক্ত ঘরে প্রায় ২৫০ থেকে ৩০০মন পেঁয়াজ সংরক্ষণ করা যাবে। দেশী পদ্বতিতে যেখানে ৩০% থেকে ৪০% পেঁয়াজ নষ্ট হয় সেখানে আধুনিক এয়ার ফ্লো মেশিন ব্যবহারে পেঁয়াজ নষ্টের হার ৫% এ নামিয়ে আনা সম্ভব। এ মেশিনে বিদ্যুৎ খরচ খুবই কম। তিনি আরো জানান, পর্যায়ক্রমে এ প্রকল্পের আওতায় ২৫৫জন উপকার ভোগী কৃষককে আধুনিক এযার ফ্লো মেশিন রিতরণ করা হবে।







