৩১শে অক্টোবর, ২০২৫ 🔻 ১৫ই কার্তিক, ১৪৩২🔻 ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

সাঁথিয়ায় প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যা

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা) সংবাদদাতা: পাবনার সাঁথিয়ায় প্রেমের স্বীকৃতি না পেয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের সামান্যপাড়া নামক গ্রামে। এ ঘটনায় প্রেমিকা পলাতক রয়েছে।

জানাযায়, উপজেলার সামান্য পাড়া গ্রামের আহাদ শেখের ছেলে প্রবাসী আরিফ শেখের স্ত্রী রত্না খাতুন (২৫) এর সাথে পরকীয়া সম্পর্ক হয় পাবনা সদর উপজেলার খয়সুতী গ্রামের ইমাম প্রামানিকের ছেলে স্বপন (৪০) এর।

স্বামী আরিফ শেখ সৌদি আরব থাকায় স্বপনের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন রত্না খাতুন। এ সম্পর্কের সূত্রে প্রেমিক স্বপনকে নিয়ে সংসার করার প্রতিশ্রুতি দেন প্রেমিকা। এ ঘটনায় প্রেমিক প্রেমিকার পিছনে অর্থ ও সময় উভয়ই নষ্ট করেন চাহিদা অনুযায়ী।
দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন প্রেমিকা রত্না খাতুন। প্রেমিক রত্নার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে সোমবার(৬ অক্টোবর) সকালে প্রেমিকার খোঁজে তার নিজ বাড়ি সামান্য পাড়া আসেন। এখানে এসে রত্না খাতুনের ঘরে ঢুকে প্রথমে নিজের হাত কাটেন প্রেমিক স্বপন প্রামানিক। এতেও প্রেমিকার মনে ঠাঁই না পেয়ে এলাকাবাসীর সামনে নিজের কাছে রাখা গ্যাস ট্যাবলেট খান প্রেমিক। এতে স্বপন গুরুত্বর আহত হলে এলাকাবাসী তাকে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে প্রেমিক স্বপনের লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরন করেছে সাঁথিয়া থানা পুলিশ।
এদিকে সোমবার রাতে স্বপনের স্ত্রী মায়া খাতুন বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান,সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।