১৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ১লা পৌষ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় প্রেমের টানে মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী উধাও, থানায় অপহরণের মামলা

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় প্রেমের টানে মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী উধাও, থানায় অপহরণের মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২০ এপ্রিল বিকেলে উপজেলার ঘূঘুদহ দাখিল মাদরাসার ছুটির সময়।
এলাকাবাসী সুত্রে জানাযায়, চরমাঝখালী গ্রামের রাকিবের সাখে একই গ্রামের মেয়ে ঘুঘুদহ দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এক পর্যায়ে বিষয়টি উভয় পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে তাদের প্রেমের বাধা হয়ে উঠে উভয় পরিবার। এদিকে প্রেমিক-প্রেমিকা একে অপরকে আরে কাছে পেতে গত ২০ এপ্রিল মাদরাসা ছুটির পর পালিয়ে যায়। এদিকে মেয়ে মাদরাসা থেকে বাড়ি না আসায় তার পরিবারের সদস্যরা খোজাখুজি করতে করতে জানতে পারেন যে প্রেমিক রাকিব(১৯) এর সাথে চলে গেছে। রাকিরে পুরবারের সদস্যদেরকে মেয়েকে ফেরৎ দেওয়ার জন্য বলা হয়। তরা মেয়েকে ফেরৎ না দেওয়ায় গত ২২ এপ্রিল রাতে মেয়ের বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় রাকিবসহ ৬জনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেছেন।
গাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, অপহরণ মামলা হয়েছে। প্রেম ঘটিত বিষয় না কি অপহরণ তদন্ত করে বলা যাবে। তবে অপহৃতকে উদ্বারসহ আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।