১৭ই সেপ্টেম্বর, ২০২৫ 🔻 ২রা আশ্বিন, ১৪৩২🔻 ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭

সাঁথিয়ায় বলরামপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি: পাবনা সাঁথিয়ায় বলরামপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার ১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বলরামপুর উচ্চ বিদ্যালয় মাঠ চত্তরে জালাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।

এসময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ডাঃ ইয়াছিন আলী, গৌরিগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব,কাশিনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী মুন্সী, সাঁথিয়া প্রেস ক্লাবের সেক্রেটারি উজ্জ্বল হোসেন,বলরামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল হাই খান, মিলেনিয়াম একাডেমির অধ্যক্ষ রেজাউল করিম, আনোয়ার খানসহ শিক্ষক, অভিভাবগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সাহানুর আলম পিন্টুর সঞ্চলনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশা পাশি অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা যাতে মোবাইলে ও মাদকে আশক্ত না হয় সে দিকে লক্ষ রাখতে হবে। শিক্ষক ও অভিভাবক মিক্ষার্থীদের প্রতি ভূমিকা রাখলে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন সম্ভব।