১৪ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২২শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় বাবা ও ভাইয়ের মৃত্যুর পর পরীক্ষার হলে শোকাহত ২ শিক্ষার্থী

শেয়ার করুন:

বাবা ও ভাইয়ের মৃত্যুর শোক বুকে চেপে রেখে এসএসসি পরীক্ষায় বসতে হলো আবদুল্লাহ আল মামুন ও মো. আকাশ শেখ নামের দুই শিক্ষার্থীকে।
পাবনার সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। বরিবার (২৭ এপ্রিল ২০২৫ ) সকালে বাবার ও ভাইয়ের লাশ দাফন করে পরীক্ষা কেন্দ্রে যায় ওই দুই পরীক্ষার্থী ।
জানা যায়, আকাশ শেখ পাবনার সাঁথিয়া উপজেলার নাড়িয়া গদাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাপানিয়া গ্রামে জাফর শেখ ছেলে । অপরদিকে আবদুল্লাহ আল মামুন উপজেলার ধুলাউরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপজেলার ধুলাউরি ইউনিয়নের নতুন পাড়া গ্রামে আনছার আলী ছেলে।
এলাকাবাসী জানান,আকাশ শেখের বাবা হার্টের রোগী ছিলেন। তিনি দীর্ঘদিন চিকিৎসারত ছিলেন। হঠাৎ করে তিনি হার্ট স্ট্রোক করে মারা যান।
সাঁথিযা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আজিবর রহমান জানান, নাড়িয়া গদাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোঃ আকাশ শেখের বাবা জাফর শেখ মারা যান শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে। অন্যদিকে ধুলাউড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের ভাই মারা যান শুক্রবারে (২৫এপ্রিল)।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, গতকাল পরীক্ষা কেন্দ্রে গিয়ে আমি শোকাহত ছেলে দুটির খোঁজ নিয়েছি। তাদেরকে সাহস,শান্তনা,উৎসাহ দিয়েছি। তিনি বলেন,খুব দু:খজনক ঘটনা।